Site icon Jamuna Television

ভ্যাকসিন আর সচেতনতা দিয়ে করোনা নির্মূল করা সম্ভব হবে:স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ভ্যাকসিন দিয়ে করোনা নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনায় মৃত্যুহার কমেনি উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন ও জীবিকা সবই চালাতে হবে। করোনা সংক্রমণ ৩২ থেকে ২৩ ভাগে নেমে এসেছে। তবে মৃত্যুহার কমেনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা ইতোমধ্যে প্রায় পৌনে দুই কোটি লোককে টিকা দিতে পেরেছি। আমরা আশা করি, এই করোনাভাইরাস আমরা নির্মূল করতে পারবো ভ্যাকসিনের মাধ্যমে আর মানুষের সচেতনতার মাধ্যমে।

মন্ত্রী বলেন, সরকার একা পারবে না, সবাইকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। বয়স্কদের মৃত্যুহার ৯০ ভাগ। তাই তাদের আগেই ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা রয়েছে। কোটি কোটি লোক ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছে। এ সময়, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

/এস এন

Exit mobile version