Site icon Jamuna Television

করোনায় ২৪ ঘণ্টায় আরও ২১৫ জনের প্রাণহানি

ছবি: প্রতীকী

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৩ হাজার ৬১৩ জনের। একদিনে করোনা শনাক্তের হার ২২.৪৬ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৭৮টি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ১২৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৩ হাজার ৯৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২১৫ জনের মধ্যে পুরুষ ১০৭ জন আর নারী ১০৮ জন। বিভাগভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ ৬৫ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৫৪ জন, খুলনায় ২৮ জন, রাজশাহীতে ৮ জন, ময়মনসিংহে ১০ জন, সিলেটে ২২ জন, রংপুরে ১৬ ও বরিশালে ১২ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

/এস এন

Exit mobile version