যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের উৎক্ষেপিত স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে এমন খবর।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপে রকেটের সবকিছু ঠিকঠাক থাকলেও তৃতীয় ধাপে পৌঁছানোর পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে শেষ পর্যন্ত ইওএস-০৩ নামের ওই স্যাটেলাইটটিকে কক্ষপথে বসানো যায়নি।
পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার জন্য উৎক্ষেপন করা হয়েছিল ওই স্যাটেলাইটটিকে। এ বছরে পাঠানো ভারতের দ্বিতীয় স্যাটেলাইট ছিল এটি।
Leave a reply