ঘৌতার ১০% নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী

|

সিরিয়ার সরকারি বাহিনী ‘বিদ্রোহী’ নিয়ন্ত্রিত ঘৌতার ১০ শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়েছে বলে জানা গেছে। এলাকাটি সরকার বিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাটি।

যুক্তরাজ্য ভিত্তিক তদারকি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। তারা আরও জানিয়েছে, শনিবার লড়াইয়ের তীব্রতা বাড়তে থাকে। বিদ্রোহীরা রাজধানী দামাস্কাসের নিকটে গোলা নিক্ষেপের মাধ্যমে সরকারি বাহিনীকে জবাব দিয়েছিল।

আন্তর্জাতিক গণ মাধ্যম বিবিসি জানিয়েছে, ২০১৩ সাল থেকে এলাকাটি সরকারি বাহিনী দ্বারা অবরুদ্ধ। এখানে প্রায় ৩ লাখ ৯৩ হাজার মানুষ আটকা পড়েছেন। খাবার ও ওষুধের মজুদ ক্রমশ কমছে, এবং ত্রাণের ট্রাকগুলো এলাকাটিতে প্রবেশ করতে পারছেন না।

সিরিয়ার সেনাবাহিনী বলছে, বিদ্রোহীদের এ সর্বশেষ শক্তিশালী এলাকাটি তারা মুক্ত করতে চাইছে।

তবে, এ অভিযানে বেসামরিক লোকদেরও লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, গত ১৮ ফেব্রুয়ারি হতে এ যাবৎ ৬৪০ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেড় শতাধিক শিশু রয়েছে।

শতাধিক বেসামরিক ব্যক্তি নিহতের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক সপ্তাহ আগে ৩০ দিনের যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply