জ্যামাইকা টেস্টের প্রথম দিনই ২১৭ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জবাবে ব্যাটিং করতে নেমে ২ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে স্বাগতিক উইন্ডিজও।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইন্ডিজের পেস সামলাতে নাকাল হয়ে পড়ে পাকিস্তান। স্কোর বোর্ডে ৬৮ রান যোগ করতেই সাজঘরে ফেরেন ইমরান বাট, আবিদ আলী, আজহার আলী ও বাবর আজম।
৭০ রান সংগ্রহ করার আগেই ৪ উইকেট হারানো পাকিস্তানের স্কোর দু’শ রানের গন্ডি পেরোয় ফাওয়াদ আলমের দেখার মত ৫৬ আর ফাহিম আশরাফের দূর্দান্ত ৪৪ রানের ইনিংসের সহায়তায়।
১ম দিনেই ২১৭ রানে অলআউট হয় সফরকারী পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে মোহাম্মদ আব্বাস কেইরান পাওয়েল ও এনক্রমা বোনারকে জোড়া শিকার বানিয়ে সাজঘরে ফেরালে ২ রানে দুই উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে স্বাগতিক ক্যারিবিয়ানরা। এখন অপরাজিত ব্যাটার হিসেবে পিচে আছেন ক্রেইগ ব্রেথওয়াট ও রোস্টন চেস।
/এসএইচ
Leave a reply