গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে আজ রোববার দুপুরে সদর উপজেলার ৮০জন ভিক্ষুকের মাঝে চাল, ডাল, তেলসহ নানা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রাণালয়ের উদ্যোগে সদর উপজেলা পরিষদ এসব ত্রাণ সামগ্রী ভিক্ষুকদের মাঝে বিতরণ করে।
প্রত্যেক ভিক্ষুককে ৫ কিজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি চিড়া, আধা কেজি মুড়ি, এক প্যাকেট বিস্কুট, মোমাবাতি ও ম্যাচ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ কম্পপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে এসব পণ্য ভিক্ষুকদের হাতে তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান লুৎফার রহমান বাচ্চু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাম্মী আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, উপজেলা সমাজ সেবা অফিসার সুলতানা জাহিদ পারভীন বনানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন মিরাজ উপস্থিত ছিলেন।
Leave a reply