চীনা প্রকৌশলীদের বাসে আত্মঘাতী হামলার কথা স্বীকার করলো পাকিস্তান

|

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। ছবি: সংগৃহীত

পাকিস্তানে চীনা প্রকৌশলীদের বহনকারী বাসে আত্মঘাতী হামলার কথা অবশেষে স্বীকার করলো পাকিস্তান। প্রায় এক মাস আগে খাইবার পাখতুনখাওয়ার কোহিস্তান জেলায় বাস খাদে পড়ে ৯ চীনা প্রকৌশলীর মৃত্যু হয়।

ওই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে আখ্যা দেয় ইসলামাবাদ। তবে বেইজিংয়ের দাবি ছিল, বোমা হামলার কারণেই ওই ঘটনাটি ঘটে।

প্রায় একমাস তদন্তের পর বৃহস্পতিবার (১২ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানান, আত্মঘাতী হামলা চালানো হয় বাসটিতে। চালক নিজেই হামলাকারী ছিলেন বলে জানান মাহমুদ কোরেশি। বাসটিতে আগে থেকেই বিস্ফোরক রাখা ছিল। হামলার পেছনে ভারত এবং আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, আমরা ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ এবং একটি আঙুলসহ দেহের অন্যান্য ছিন্ন অংশ উদ্ধার করেছি। আত্মঘাতী বোমা হামলাকারী ব্যক্তিটি নিশ্চিতভাবেই ওই গাড়ির চালক।

হামলায় নিহত প্রকৌশলীরা দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। চীনের আলোচিত বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ এই জলবিদ্যুৎ কেন্দ্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply