গাজীপুরে গ্যাসবাহী লড়ির সঙ্গে ট্রেনের সংঘর্ষ

|

পুবাইলের মিরের বাজার রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের মিরেরবাজার এলাকায় গ্যাসবাহী লড়ির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচ জন পথচারী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। দুর্ঘটনার পর থেকে এই সংবাদ লেখা পর্যন্ত পূর্ববঙ্গের সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। পুবাইল বাইপাস সড়কের ১২ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএমআই এলপিজি গ্যাসের একটি লড়ি মিরের বাজার রেললাইন পার হওয়ার সময় যাত্রীবাহী তিতাস ট্রেনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে গ্যাসবাহী লড়ির পিছনের অংশ ভেঙ্গে যায়।

দুর্ঘটনার পর থেকে পূর্ববঙ্গের সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত লড়িটি সরিয়ে নেওয়ার কাজ করছে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply