মৌসুম শুরুর ম্যাচেই অঘটনের শিকার আর্সেনাল

|

ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। ছবি: সংগৃহীত।

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুম শুরুর ম্যাচে অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। ৭৪ বছর পর শীর্ষ লিগে ফেরা ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরেছে মিকেল আর্তেতা শিষ্যরা।

সবশেষ মৌসুমে অষ্টম স্থানে থেকে আসর শেষ করেছিল আর্সেনাল। প্রায় দুই যুগ পর প্রতিযোগিতার শেষ চারে উঠতে ব্যর্থ হয় দলটি। এবার নতুন মৌসুমের শুরুটা হল শোচনীয় হার দিয়ে। দর্শকপূর্ণ ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ম্যাচের ২২ মিনিটে স্কোর শিটে নাম তোলেন সার্জি কানোস।

প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান বাড়ানোর আরো দুইটি সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ান নোরগার্ড। আর তাতেই হাল সিটির পর অভিষেক ম্যাচে জয়ের আনন্দম নেয় ব্রেন্টফোর্ড।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply