কাবুলে পৌঁছেছে মার্কিন সেনাবাহিনীর একটি দল

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মী এবং নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটিতে পৌঁছেছে মার্কিন সেনারা।

দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয়ার জন্য ৩ হাজার সৈন্য পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এরইমধ্যে প্রথম দলটি কাবুলে পৌঁছেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি সৈন্যরাও আফগানিস্তানে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন এই বাহিনীর কাজ হবে, নিরাপদে দূতাবাস কর্মী এবং দোভাষীদের আফগানিস্তান থেকে বের করে আনা।

আরও পড়ুন: আফগানিস্তানে আবারও ঘাঁটি গেড়ে বসবে আল কায়েদা: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

কর্তৃপক্ষ বলছে, ধারণার চেয়েও দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে তালেবান। যেকোনো সময় কাবুল অভিমুখে অভিযান শুরু করতে পারে তারা। তাই দ্রুত সময়ের মধ্যে সেখান থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতেই এই উদ্যোগ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply