ভারতবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আফ্রিকার দেশ কঙ্গো। রাজধানী কিনশাসার বিভিন্ন এলাকায় ভারতীয়দের ওপর চালানো হচ্ছে ভয়াবহ হামলা।
জানা যায়, লিমেট এলাকায় শতাধিক দোকান এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় অধিবাসীরা। হামলা চালানো হয় ভারতীয়দের গাড়ি, বাস এবং ট্রাকেও। এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে কঙ্গোতে বসবাসরত ভারতীয়দের মধ্যে।
আরও পড়ুন: কামড়ালো সাপে, রাগে-ক্ষোভে সাপকেই কামড়ে মারলেন ব্যক্তি!
কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুতে পুলিশি হেফাজতে কঙ্গোর এক নাগরিকের মৃত্যু হয়। জোয়েল মালু নামের ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। ওই ঘটনার প্রতিবাদে কঙ্গোতে বসবাসরত ভারতীয়দের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।
এদিকে, গেলো এক সপ্তাহ ধরে ভারতীয়দের শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
ইউএইচ/
Leave a reply