সংঘাত কবলিত আফগানিস্তানে দূতাবাস আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ।
দেশজুড়ে তালেবানের উত্থানের কারণে কর্মী প্রত্যাহার এবং দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। কার্যক্রম স্থগিত করা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশ কর্তৃক পরিচালিত দাতব্য সংস্থার কার্যক্রমও। এরই মধ্যে জার্মানি তাদের মিশনের কর্মীদের সরিয়ে নেয়া শুরু করেছে। কর্মীদের ফিরিয়ে আনতে সেখানে পাঠানো হয়েছে বিশেষ বাহিনীর সদস্যদের।
এরপরই আফগানিস্তানে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড এবং ফ্রান্স। ফরাসি নাগরিকদের দ্রুত আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
Leave a reply