মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে বাসায় ইন্টারনেট নিতে কোরআন ছুঁয়ে শপথ করাচ্ছে দেশটির সরকার। এমনকি প্রতিজ্ঞা করতে হচ্ছে সরকার কর্তৃক নিষিদ্ধ ওয়েবসাইটে প্রবেশ করবে না। খবর আল আরাবিয়া নেটওয়ার্কের।
তুর্কমেনিস্তানে কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বাড়িতে ইন্টারনেট সংযোগ নেয়ার আবেদন করার পর তাদের কোরআন ছুঁয়ে শপথ করতে হচ্ছে যে তারা কখনোই ভিপিএন ব্যবহার করবে না।
তুর্কমেনিস্তানের বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট অবৈধ হওয়ায় সরকারি বিধিনিষেধ এড়িয়ে দেশটিতে ভিপিএনের ব্যবহার
ব্যাপক হারে বেড়েছে। দেশটিতে সবশেষ কয়েক বছর ধরেই বেশ কিছু ওয়েবসাইট ব্লক করে রেখেছে দেশটির সরকার। এর মধ্যে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, ইউটিউব, টুইটারও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টারনেট ব্যবহারকারী বলেন, দেড় দেড় বছর অপেক্ষা করেছি বাড়িতে ওয়াইফাই নেয়ার জন্য। এখন তারা বলছে যে কোরাআন ছুঁয়ে শপথ করতে হবে যে ভিপিএন ব্যবহার করবো না। এদিকে আবার ভিপিএন ছাড়া কোথাও প্রবেশ করা যায় না।
উল্লেখ্য, তুর্কমেনিস্তানে মাত্র এক-চতুর্থাংশ নাগরিকের বাসায় ইন্টারনেট আছে।
Leave a reply