অসহায় আফগান প্রেসিডেন্ট ঘানি পালাবেন নাকি লড়বেন?

|

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে একের পর এক শহর দখলে নিচ্ছে তালেবান। ইতোমধ্যে আফগান সরকারের বেশ কয়েকজন নেতা তালেবানদের নিকট বিনাযুদ্ধে আত্মসমর্পণ করেছেন। কেউ কেউ ছেড়েছে দেশ, সৈন্যদের সামর্থ্য আছে তবুও ব্যর্থ, যুদ্ধে সেনাপতিরাও অকার্যকর হয়েছে বারবার, কেউবা শত্রুর সাথে দরদাম করছে নিজের জীবনের বাঁচাতে।

এমন অসহায় পরিস্থিতিতেও হার মানতে নারাজ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শনিবার (১৪ আগস্ট) এক ভাষণে জানিয়েছেন, তালেবানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, যেকোনো সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে পারেন। যদিও যুক্তরাষ্ট্র ভিত্তিক পত্রিকা নিউইয়র্ক টাইমস বলছে, আশেপাশের বেশ কয়েকজন নেতাকে হারিয়ে একা হয়ে গেলেও এখনও নিজের পদ আঁকড়ে ধরে আছেন আশরাফ ঘানি।

নিউজ১৮’র প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনের জন্য যখন আশরাফ ঘানির বক্তব্য রেকর্ড করা হয়, তখন তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। কিন্তু তখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। তবে শিগগিরই পদত্যাগ করে পরিবারসহ তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন।

উল্লেখ্য, এ অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে বুধবার (১১ আগস্ট) মাজার-ই-শরিফে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply