কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বন বিটে ২০ কেজি ওজনের ১০ ফুট লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। এর আগে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর লোকালয় থেকে অজগরটি উদ্ধার করেন স্থানীয় বন বিভাগ ও সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। জানা গেছে,গত ডিসেম্বর ও জানুয়ারিতে লোকালয় থেকে কয়েকটি অজগর সাপ বনে অবমুক্ত করা হয়েছে।
আজ শনিবার (১৪ আগষ্ট ) সকাল ১১ টার দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বনবিটের কাটাছড়া নামক পাহাড়ী এলাকায় অজগরটি অবমুক্ত করা হয়।
শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস জানান, আজ সকালে কাটাছড়ার লোকালয় এলাকায় লোকজন অজগর সাপটি দেখে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগ ও ভিসিএফ ও ভিসিজির সদস্যরা উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর কাটাছড়ার পাহাড়ের বনে সাপটি অবমুক্ত করা হয়।
২০ কেজি ওজনের অজগরটির দৈর্ঘ্য ১০ ফুট। সাপটিকে বনে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, শামলাপুর ভিসিএফ ও ভিসিজির সভাপতি আমীর মোহাম্মদ শাহজাহান, ভিসিজির সদস্য শহীদ, আলী আকবরসহ স্থানীয় লোকজন।
এর আগে গত ৮ আগস্ট কক্সবাজারের ইনানীর গভীর বনাঞ্চলে সাড়ে ১১ ফুট লম্বা একটি অজগর অবমুক্ত করা হয়েছিল।
/এসএইচ
Leave a reply