বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে আট হাজারের বেশি প্রাণহানি

|

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে একদিনে আরও সাড়ে আট হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪৩ লাখ ৬৬ হাজার।

শনিবার ৫ লাখ ৬৫ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কোভিডে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২০ কোটি ৭৪ লাখ ৭৫ হাজারের বেশি।

দৈনিক মৃত্যুর শীর্ষে এখনও ইন্দোনেশিয়া। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১ হাজার ২৭০ জনের। পরের অবস্থানে আছে ব্রাজিল। এদিন ৯১৯ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। আর রাশিয়ায় মারা গেছে ৮১৯ জন। একদিনে ৬ শতাধিক প্রাণহানি দেখেছে মেক্সিকো। ভারতে মৃত্যু হয়েছে প্রায় ৫শ’ মানুষের। কোভিড আক্রান্ত হয়ে ৪৬৬ জন মারা গেছে ইরানে।

এদিকে, দৈনিক সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্র। শনিবার ৭১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply