পর্যাপ্ত ভ্যাকসিন পেলে আবারও গণটিকা কার্যক্রম শুরু করা হবে। এখন যেভাবে চলছে, সেভাবেই চলবে টিকা কার্যক্রম। এছাড়া টিকা সংগ্রহে সরকারি চেষ্টা অব্যাহত আছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাতীয় শোক দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন, করোনায় স্বাস্থ্যখাতে দৃষ্টান্তমূলক উন্নয়ন হলেও সে অনুপাতে প্রশংসা পান না তিনি।
কয়েক দিন ধরে কমছে সংক্রমণ, মৃত্যু ও শনাক্তের হার। হাসপাতালগুলোতেও ফাঁকা হচ্ছে কোভিড ইউনিটের সাধারণ বেড। যত করোনা রোগী ভর্তি হচ্ছে, হাসপাতাল ছাড়ছে তার চেয়ে বেশি। মন্ত্রীর দাবী, দীর্ঘদিন লকডাউন থাকায়ই পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে জীবন-জীবিকার সমন্বয় করতে সংক্রমণের মধ্যেও সবকিছু খোলার সিদ্ধান্ত নিতে হয়েছে।
৭ আগস্ট গণটিকা কার্যক্রম শুরু করে সরকার। বিশৃঙ্খলার নানা অভিযোগ থাকলেও টিকা নিতে সাধারণ মানুষের প্রবল আগ্রহ দেখা গেছে। তবে টিকা মজুদ সীমিত থাকায় ১২ আগস্ট থেকে গণটিকা বন্ধ রাখা হয়েছে।
Leave a reply