নারী অধিকার ও সংবাদমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল থাকবে তালেবান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে একথা জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাত্র ১০ দিনের মধ্যে আফগানদের প্রায় পুরো দেশ দখলের এই ঘটনায় দেশটির নারীরা বেশ উদ্বিগ্ন বোধ করছে।
এর আগে যখন তালিবানদের নিয়ন্ত্রণাধীন আফগানিস্তানে ব্যাভিচারের জন্য পাথর মারা, চুরির জন্য হাত কেটে ফেলা ইত্যাদি আইন প্রচলিত ছিল। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়াও নিষিদ্ধ ছিল।
তালেবান মুখপাত্র জানিয়েছেন, নারীদের একা তাদের ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। তারা পড়াশোনা করতে পারবে। কর্মক্ষেত্রেও তাদের অধিকার থাকবে।
মুখপাত্র আরও বলেন, গণমাধ্যমকে অবাধে সমালোচনা করার অনুমতি দেয়া হবে কিন্তু ‘চরিত্র হনন’ করা যাবে না।
Leave a reply