সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৬

|

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। একজন ভুক্তভোগী মামলা করলে অভিযানে নামে পিবিআই।

রোববার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর বনশ্রীতে এক প্রেস ব্রিফিংয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান জানান, পত্র-পত্রিকা ও অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করতো চক্রটি। কেউ যোগাযোগ করলে নানা অজুহাতে হাতিয়ে নিতো বিপুল অঙ্কের টাকা।

গ্রেফতারকৃতরা হলো, মো. ফিরোজ ওরফে শাহরুখ ইসলাম (২৯), আব্দুল কুদ্দুস (৩৪), মাঈনুল ইসলাম (৩৪), বিল্লাল হোসেন (৪১), তৌকির আহমেদ (২৬) ও মো. কফিল উদ্দিন চৌধুরী (৩১)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply