পাকিস্তানে গ্রেনেড হামলায় প্রাণ গেছে শিশুসহ ১০ জনের। শনিবার স্থানীয় সময় রাতে করাচিতে হয় এ হামলার ঘটনা। এতে গুরুতর আহত হয় আরও আটজন। নিহতদের ছয় জন নারী ও বাকি চারজন শিশু।
কর্তৃপক্ষ জানায়, একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলো হতাহতরা। একটি খোলা ট্রাকে করে মোমিনাবাদ থেকে লানধির দিকে যাচ্ছিলো তারা। মাদিনা এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে মোটর সাইকেল আরোহীরা।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট। হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এখনও দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
গত সপ্তাহে বেলুচিস্তানের কোয়েটায় পৃথক দুটি গ্রেনেড হামলায় প্রাণ যায় তিন জনের। স্থানীয় একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন হামলার দায় স্বীকার করে।
Leave a reply