ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

|

চতুর্থ দিন শেষে ১৫৪ রানের লিড ভারতের। ছবি: সংগৃহীত

লর্ডসে সিরিজে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে মার্ক উডের গতির কাছে তোপের মুখে পড়েছিলো ভারত। তবে উইকেটশূন্য দ্বিতীয় সেশনে জুটি গড়ে প্রতিরোধের আভাস দিয়েছিলেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। কিন্তু শেষ বিকেলের দিকে ৩ উইকেট হারিয়ে উল্টো বিপদে কোহলিরা। দিন শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮১ রান।

চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই কে এল রাহুলকে হারায় ভারত। রোহিত শর্মা করেন ২১ আর ৪৫ রান করে চেতশ্বর পুজারা শিকার হন মার্ক উডের বলে। হাফ-সেঞ্চুরি তুলে নিলেও ৬১ রানের বেশি করতে পারেননি আজিঙ্কা রাহানে।

চতুর্থ দিন শেষে ১৫৪ রানের লিড নিয়েছে সফরকারী ভারত। আজ ম্যাচের পঞ্চম ও শেষ দিন। লিডটা শেষ পর্যন্ত কতদূর নিতে পারে ভারত, সেটাই দেখার বিষয়। যদিও টপ অর্ডারের ছয় ব্যাটসম্যান ফিরেছেন সাজঘরে। দিন শেষে পন্ত অপরাজিত আছেন ১৪ রানে আর ইশান্ত শর্মা ৪ রানে। ইংলিশদের হয়ে ২য় ইনিংসে মার্ক উড নিয়েছেন ৩ উইকেটে। আর মঈন আলি নিয়েছেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১২৬.১ ওভারে ৩৬৪ ও ৮২ ওভারে ১৮১/৬ (পূজারা ৪৫, রাহানে ৬১, রোহিত ২১, কোহলি ২০; উড ৩/৪০, মঈন ২/৫২, কারেন ১/৩০)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ১২৮ ওভারে ৩৯১।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply