কিশোরগঞ্জে বটবৃক্ষের আদলে ‘মুজিব বৃক্ষ’

|

কিশোরগঞ্জে বটবৃক্ষের আদলে 'মুজিব বৃক্ষ' তৈরি।

নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু ও তার পরিবারের পরিচয় তুলে ধরতে বটবৃক্ষের আদলে মুজিব বৃক্ষ তৈরি করা হয়েছে কিশোরগঞ্জে।

রোববার নিকলী উপজেলার ছাতিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। স্কুলের সহকারী শিক্ষক মো. জিল্লুর রহমান জুয়েলের উদ্যোগে তৈরি হয়েছে এটি।

তিনি জানান, বঙ্গবন্ধুর বংশের যে কারও নামের বোতাম টিপলেই বাতি জ্বলে উঠবে ওই বৃক্ষের লাল-সবুজ শাখা-প্রশাখার পাতায়। অ্যানালগ পদ্ধতিতে নির্মিত কৃত্রিম বৃক্ষটি আগামীতে ডিজিটালে রূপান্তর করা হবে বলে জানান জুয়েল।

এরই মধ্যে স্থানীয় ক্ষুদে শিক্ষার্থীদের কাছে এটি যাদুর গাছ হিসেবেও পরিচিত হয়ে উঠেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply