কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, বিমানে উঠতে গিয়ে নিহত ৫

|

কাবুল থেকে ছেড়ে যাওয়া উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিমানে উঠতে গিয়ে নিহত হয়েছে অন্তত পাঁচজন।

সোমবার (১৬ আগস্ট) সংবাদ সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানায়।

প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি পাঁচ জনের মরদেহ গাড়িতে তুলতে দেখেছেন। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, গুলির আঘাতে না হুড়োহুড়ির কারণে ওই পাঁচ জন নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

দেশ ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে জনতার ভিড়; বিশৃঙ্খলা চরমে।

যুক্তরাষ্ট্রের সেনারা বর্তমানে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ করছে। সোমবার যুক্তরাষ্ট্রের সেনারা এই বিমানবন্দরে ফাঁকা গুলি ছুড়েছে বলে জানান দেশটির এক কর্মকর্তা।

এদিকে, আফগানিস্তানের আকাশে উড়ন্ত বিমান থেকে মানুষ ছিটকে পড়ছে, এমন একটি ভিডিও প্রকাশ করেছে তেহরান টাইমস।

টুইটারে ভিডিওটি পোস্ট করে তেহরান টাইমস লিখেছে, বিমানের চাকার সাথে নিজেদের বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা করছিল দুইজন। দুঃখজনকভাবে তারা ছিটকে পড়ে যায়। এছাড়াও যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিররও একই ভিডিও প্রকাশ করেছে। তারা লিখেছে, তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে এমন চিত্র দেখা যাচ্ছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply