আত্মসমর্পণ করলো সুন্দরবনের ৯ হরিণ শিকারি

|

সুন্দরবনের ৯ হরিণ শিকারির আত্মসমর্পণ। ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরাসহ বন অপরাধের সাথে জড়িত এমন ৯জন হরিণ শিকারি বন বিভাগের কাছে আত্মসমর্পণ করেছে। তারা আর কখনো সুন্দরবনে হরিণ শিকার বিষ দিয়ে মাছধরাসহ কোন ধরনের চোরা শিকারের সাথে জড়িত হবে না মর্মে তিনশত টাকার ষ্ট্যাম্পে লিখিত মুচলেকা দিয়েছে।

সোমবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে ৬ বস্তা হরিণ শিকারের ফাঁদসহ এসব হরিণ শিকারি আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকৃত শিকারিরা হলেন, মো. সাজ্জাক ব্যাপারি, এমদাদুল সরদার, মহিদুল শেখ, রেজাউল শেখ, জাহাঙ্গীর মোল্লা, বাচ্চু মৌছাল্লি,
আতাউর খাঁন, রুবেল শেখ ও ফরিদ জোমাদ্দার। এরা সকলে মোংলার উপজেলার সুন্দরবন সংলগ্ন সুন্দরবন ও চিলা ইউনিয়নের বাসিন্দা।

সুন্দরবন চাঁদপাই রেঞ্জের (এসিএফ) এনামুল হক বলেন, ৬ বস্তা হরিণ শিকারের ফাঁদসহ ৯ হরিণ শিকারি আত্মসমর্পণ করেছে। এসময় তারা স্ট্যাম্পে স্বাক্ষর করে মুচলেকা দেওয়ার পাশাপাশি সুন্দরবনে আর কখনও চোরা শিকারের সাথে জড়িত হবে না মর্মে শপথ করে আত্মসমর্পণ করেন। পরে বনবিভাগ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ছেড়ে দেয়। এদিন দুপুরে আত্মসমর্পণ করার সময় জমা দেয়া ৬ বস্তা হরিণ শিকারের ফাঁদ পুড়িয়ে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় তিনমাস আগে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার ১৮ জন হরিণ শিকারি বনবিভাগের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বনবিভাগের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply