বাংলাদেশের মানুষের জীবনের পরিবর্তন আনতে পারলে এবং সবাইকে উন্নত জীবন দিতে পারলেই এই হত্যাকাণ্ডের প্রকৃত প্রতিশোধ নেয়া হবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ আগস্ট) শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় শেখ হাসিনা আরও বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে কেবল কারবালার সাথেই তুলনা করা যায়। এদিন কোনো নারী ও শিশু রেহাই পায়নি।
এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, সে সময়ের পত্র পত্রিকা পড়লেই স্পষ্ট হয়ে যাবে, কারা এই হত্যাকাণ্ডের পেছনে ছিল। কারা স্বাধীনতার মাত্র ১ বছরের মধ্যেই সমালোচনা ও নেতিবাচক বক্তব্য দিয়ে গ্রাউন্ড তৈরি করেছেন তা খুব সহজেই জানা যাবে। যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং যারা এর ক্ষেত্র তৈরি করেছে তারা সমানভাবে দোষী। শীঘ্রই তাদেরও পাওয়া যাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমি রক্ত দিতেই বাংলাদেশে পা দিয়েছি। আমার কিছু চাওয়ার নেই পাওয়ারও নেই। আমি এই দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। এই রক্ত বৃথা যেতে পারে না।
Leave a reply