চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ দফায় দফায় সংঘর্ষ

|

চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি জিয়ার মাজারে ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকা উত্তর ও দক্ষিণে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিতে যায় তারা। তবে পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেয়। তাদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ার শেল ও গুলি করার অভিযোগ তোলে বিএনপি নেতাকর্মীরা।

পুলিশের দাবি, সংসদ ভবন এলাকায় বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ছিল। এ সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা সড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply