কোয়ালিশন সরকারের পথে ইতালি

|

ইউরোপের দেশ ইতালির সরকার ব্যবস্থা ঝুলন্ত সংসদের দিকে গড়াচ্ছে। এমনটিই ইঙ্গিত দিচ্ছে রোববার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী ফলাফলের ধরন।

এই নির্বাচনে ভোটররা বলতে গেলে অভিবাসন বিরোধী ডানপন্থী, এবং পপুলিস্ট দল কাউকেই পুরোপুরি সমর্থন দেয়নি।

যদিও সংসদের নিম্ন কক্ষে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি’র ডানপন্থী দল অপর দলগুলোর তুলনায় বেশি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই আসন সংখ্যা ২৪৮ থেকে ২৬৮টি হতে পারে। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ৩১৬টি আসন দরকার।

ফলে সরকার গঠন করতে হলে দলটিকে অন্যান্য দলের সঙ্গে দরকষাকষিতে নামতে হবে। দরকষাকষি শেষ পর্যন্ত ব্যর্থ হলে নতুন করে আবারও নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে এবারের নির্বাচনে ইউরো ও বিদ্যমান প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা বিরোধী ফাইভ স্টার মুভমেন্টের পক্ষে জনগণের বেশ সাড়া পড়েছে। মধ্য-ডানপন্থী কোয়ালিশনের পর তারাই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। সংসদের নিম্ন কক্ষে ২১৬ থেকে ২৩৬টি আসন নিয়ে তারা একক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

বেকার সমস্যা, অভিবাসী বিষয়ে জনক্ষোভের মুখে ক্ষমতায় থাকা ডেমোক্রেটিক পার্টি নেমে আসছে তৃতীয় অবস্থানে। তারা ১০৭ থেকে ১২৭টি আসন পেতে পারে।

ইতালির কৃষি মন্ত্রী মরিজিও মার্তিনা বলেন, “হারের বিষয়টি আমাদের কাছে একেবারে পরিস্কার।”

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply