উজবেকিস্তান ভূখণ্ডে আফগান বিমান বিধ্বস্ত

|

উজবেকিস্তান ভূখণ্ডে আফগান বিমান বিধ্বস্তের ঘটনা ঘিরে বাড়ছে ধোঁয়াশা।

উজবেকিস্তান ভূখণ্ডে আফগান বিমান বিধ্বস্তের ঘটনা ঘিরে বাড়ছে ধোঁয়াশা। ক্ষণে-ক্ষণে বিবৃতি পাল্টাচ্ছে আফগানিস্তানের প্রতিবেশী দেশটি।

সোমবার কাবুল ছাড়ার হুড়োহুড়ির মধ্যেই একটি বিমান বিধ্বস্তের খবর জানায় উজবেকিস্তান। পরে রাশিয়ার গণমাধ্যম আরআইএ নভোস্তি জানায়, আকাশসীমা লঙ্ঘনের কারণে গুলি ছুঁড়ে ভূপাতিত করা হয়েছে বিমানটি। দুই পাইলট চিকিৎসাধীন। তারপরই সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বক্তব্য দেয় উজবেক সরকার।

একটি বিবৃতিতে জানানো হয়, উজবেক বিমানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে আফগান বিমানের। যেগুলোর ধ্বংসাবশেষ রয়েছে তারমেজ বিমানবন্দরে। অন্য রিপোর্টে অভিযোগ করা হয়, ২২টি যুদ্ধবিমান ও ২৪টি হেলিকপ্টার অনুপ্রবেশ ঘটিয়েছে উজবেক সীমান্তে। যেগুলোয় ছিলেন ৫৮৫ জন আফগান সেনা। তাদের জোরপূর্বক নামানো হয়েছে স্থলভাগে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply