ভ্যাকসিন নিতে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে মানুষের দীর্ঘ লাইন

|

করোনার ভ্যাকসিন নিতে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে মানুষের দীর্ঘ লাইন।

করোনার ভ্যাকসিন নিতে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে মানুষের দীর্ঘ লাইন। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া টিকা কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত।

কেন্দ্রগুলোতে মানুষের ভিড় থাকলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন অনেকে। সামাজিক দূরত্ব বজার রাখার কথা থাকলেও সেটা মানা হচ্ছে না। কেন্দ্রগুলোতে প্রবাসীদের দেওয়া হচ্ছে মডার্নার প্রথম ডোজ। আর সাধারণ মানুষদের দেওয়া হচ্ছে মডার্নার দ্বিতীয় ডোজ।

এছাড়া যারা প্রথম ডোজ নিতে গেছেন তাদের দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। অনেকে বলছেন, রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। মানুষের ভিড় বেশি থাকায় নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তাদের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply