আফগানিস্তানের সকল সরকারি কর্মকর্তাকে সাধারণ ক্ষমা ঘোষণাপূর্বক পরিপুর্ণ আত্মবিশ্বাসের সাথে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিশ্চিত করেছে আফগান নাগরিকদের কোনো ক্ষতি করবেনা সংগঠনটি।
তালেবান মুখপাত্র সুহেইল শাহিনের পোস্ট করা এক টুইট বার্তায় বলা হয়, সকল সরকারি কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে। এখন আপনারা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আপনাদের পেশাগত কাজ ও স্বাভাবিক জীবন শুরু করতে পারবেন।
বিবিসি’র সুত্রে জানা গেছে, যেসব আফগান ঘানি সরকারের হয়ে অথবা পশ্চিমা সংস্থাগুলোর হয়ে বা বিশেষ করে যেসব আফগান নাগরিক আমেরিকার সেনা সদস্যদের জন্য দোভাষীর কাজ করেছেন, তারা প্রতিহিংসার শিকার হতে পারেন বলে আশঙ্কা বিরাজমান ছিল। আফগানিস্থতান জুড়ে বিরাজমান থমথমে পরিস্থিতিকে স্বাভাবিক করতেই এমন ঘোষণা দিল তালেবান।
আফগানিস্তানের পুলিশ, সেনাবাহিনী এবং সরকারি চাকরিজীবীদের অভয় জানিয়ে এবং কারও উপর প্রতিশোধ পরায়ন না হওয়ার আশ্বাস দিয়েছে দুই দশক পরে দেশটির ক্ষমতায় আসা তালেবান।
/এসএইচ
Leave a reply