পিএসজিতে লিওনেল মেসির দলবদলের পরই কিন্তু শেষ হয়ে যায়নি চলতি ট্রান্সফার মৌসুম। আগস্টের ৩১ তারিখে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবার আগে ঘটতে পারে বেশ কিছু নাটকীয় দলবদল। কিলিয়ান এমবাপ্পে যেতে পারেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। আর তা হলেই টিভি সম্প্রচারে অতীতের সকল রেকর্ড ভাঙার মতো ঘটনাও দেখতে পারে ফুটবল বিশ্ব। কারণ, তখন মেসির সতীর্থ হয়ে খেলতে পারেন তার সমসাময়িক আরেক ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো!
সবকিছুই নির্ভর করছে ফরাসি ক্লাব পিএসজিতে তাদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যতের উপর। পিএসজিতে এমবাপ্পের চুক্তির বাকি আরও এক বছর। কিন্তু রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার জন্য এমবাপ্পের ইচ্ছের কথা অজানা নয় কারোরই। এক বছর পর এমবাপ্পে হয়ে যাবেন ফ্রি এজেন্ট। বিনা মূল্যে তার মানের কোনো খেলোয়াড়কে রিয়াল মাদ্রিদে দিতে চাইবে না পিএসজি। তার উপর এমবাপ্পে পিএসজির প্রেসিডেন্টের সাথে তার ভবিষ্যতের ব্যাপারে মিটিং করতে চাইলে ডালপালা মেলে গুজব।
মৌসুমে পিএসজির প্রথম হোম ম্যাচে এমবাপ্পের নাম ও জার্সি নাম্বার ঘোষণার সাথে সাথেই দর্শকদের একাংশ থেকে আসা দুয়োধ্বনিতেও প্রকাশ পায়, এমবাপ্পে এখন হয়তো আর এই ক্লাবের সবচেয়ে প্রিয় খেলোয়াড় নন। এছাড়াও অ্যান্ডার হেরেরার জন্মদিনের পার্টিতেই মেসি, নেইমার, ভেরাত্তি, ডোনারামা, রামোস, নাভাসরা সবাই উপস্থিত থাকলেও ছিলেন না এমবাপ্পে।
অন্যদিকে চলতি মৌসুম শেষে য়্যুভেন্টাসের সাথে চুক্তি নবায়নের কোনো আলোচনা হয়নি রোনালদো ও য়্যুভেন্টাসের। তাই চুক্তি শেষে কোন ক্লাবে পাড়ি জমাবেন সিআরসেভেন তা নিয়ে চলছে আলোচনা। রিয়াল মাদ্রিদের সাথে এমবাপ্পের চুক্তি যদি হয়েই যায় তবে পিএসজির ব্যাক আপ প্ল্যানে আছেন রোনালদো। এমনটাই জানিয়েছে ফরাসি গণমাধ্যম। সেখানে এসেছে, য়্যুভেন্টাসের সাথে চুক্তি শেষ হলেই সিআরসেভেনের দিকে হাত বাড়াবে পিএসজি।
এমবাপ্পের বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে মোটা অঙ্কের অর্থ পেলে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও পেতে চাইবে পিএসজি। বয়স এবং বেতনের কারণে রিয়াল মাদ্রিদের আবারও রোনালদোকে পেতে চাওয়ার পেছনে যৌক্তিক কারণ দেখছে না স্প্যানিশ ও ফরাসি গণমাধ্যমগুলো।
তবে এই ট্রান্সফার উইন্ডোতে না হলেও মধ্যবর্তী ট্রান্সফার মৌসুমে এসব নাটকীয়তা ঘটার সম্ভাবনা থেকেই যাবে। সেক্ষেত্রে মাদ্রিদে রোনালদো আর এমবাপ্পে নন, মেসির সাথে প্যারিসে জুটি গড়বেন হয়তো সিআরসেভেন; যে স্বপ্ন দেখে কোটি ফুটবল ভক্ত।
/এমই
Leave a reply