আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া ২ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে রাজি হয়েছে আফ্রিকার দেশ উগান্ডা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মঙ্গলবার (১৭ আগস্ট) আফগান শরণার্থীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত হয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের অনুরোধে এই শরণার্থীদের আশ্রয় দেয়া হবে বলে জানানো হয়।
উগান্ডার ত্রাণ, পুনর্বাসন ও শরণার্থী মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী ইসদার দাভিনিয়ার জানান, যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের শরণার্থীদের আশ্রয় দিতে প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনিকে অনুরোধ জানানো হয়। প্রেসিডেন্টের অনুমতি সাপেক্ষে ২ হাজার আফগান শরণার্থীকে উগান্ডায় রাখা হবে।
দাভিনিয়ার আরও জানান, অন্যত্র পুনর্বাসনের আগ পর্যন্ত ৩ মাসের অস্থায়ী শরণার্থী হিসেবে জায়গা দেয়া হবে। তবে কবে নাগাদ এই শরণার্থীরা উগান্ডায় আসতে পারবেন সেটি জানানো হয়নি।
উল্লেখ্য, পূর্ব আফ্রিকার এই দেশটিতে ইতিমধ্যে দক্ষিণ সুদান থেকে পালিয়ে আসা প্রায় ১৪ লাখ শরণার্থী রয়েছে।
Leave a reply