২০ বছর পর নিজ দেশে ফিরলেন তালেবান নেতা বারাদার

|

তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও উপনেতা মোল্লা আব্দুল ঘনি বারাদার। ছবি: সংগৃহীত

২০ বছর পর আফগানিস্তানে ফিরেছেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও উপনেতা মোল্লা আব্দুল ঘনি বারাদার। খবর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের।

মঙ্গলবার (১৭ আগস্ট) কাতারের রাজধানী দোহা থেকে তিনি আফগানিস্তানে কান্দাহার অঞ্চলে পৌঁছান বলে জানিয়েছে সিএনএন। এর আগে দোহায় আমেরিকা এবং আফগান সরকারের সঙ্গে শেষ পর্যায়ের শান্তি বৈঠকে তালিবান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বারাদার।

তালেবান দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের ক্ষমতার দখল নেয়ার পর বিশ্বব্যাপী আলোচনায় তালেবানের শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘনি বারাদার। তিনিই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন। তালেবান নেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের সাথে তার সখ্যের বিষয়টিও আলোচিত হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

২০১০ সালে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র যৌথ অভিযানে পাকিস্তানের করাচি শহরে ধরা পড়েন বারাদার। তবে, যুক্তরাষ্ট্রের অনুরোধেই নাকি তাকে ছেড়ে দেয়া হয়। মূলত, আফগানিস্তান ছাড়ার নীতি নেয়ায় সমঝোতার অংশ হিসেবে বারাদারকে মুক্তি দেয় তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply