বৃষ্টি ও উজানের ঢলে উত্তর ও মধ্যাঞ্চলে নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার উপরে। ডুবে গেছে নিম্নাঞ্চলের কয়েকটি জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসলের।
এদিকে গত ২৪ ঘণ্টায় শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানি বিপৎসীমা পার করেছে। এতে তীরবর্তী ও নিচু এলাকা প্লাবিত হয়েছে।
মধ্যাঞ্চলে পদ্মার প্রবাহ বেড়ে গোয়ালন্দ পয়েন্টে পানি বিপৎসীমার উপরে বইছে। অবস্থার অবনতি হয়েছে লালমনিরহাটে। তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার উপরে অবস্থান করছে।
প্রবাহ বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ব্যারেজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদী তীরবর্তী চরসহ নিচু এলাকা জলবন্দি হয়ে পড়েছে। আদিতমারী উপজেলার মহিষখোচা ও সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কিছু এলাকায় পানিবন্দির পাশাপাশি শুরু হয়েছে নদী ভাঙন।
এনএনআর/
Leave a reply