কক্সবাজারের টেকনাফে পাহাড়ের গহীনে একটি হাতির পরিবারকে দেখা গেছে।
বনবিভাগের কর্মকর্তারা জানান, মঙ্গলবার সদর ইউনিয়নের মাঠ পাড়া এলাকার পাহাড়ে দুটি বাচ্চাসহ ৪টি হাতিকে দেখতে পায়। এসময় তারা খাবার খাওয়ায় ব্যস্ত ছিল।
বন বিভাগের তথ্যমতে, ২০১৭ সালে রোহিঙ্গা আগমনের পর থেকে উখিয়া টেকনাফের প্রায় ৮ হাজার একর বনভূমি ধ্বংস হয়েছে। ফলে নষ্ট হয়েছে হাতির আবাসস্থলও।
তবে গেল দু’বছর ধরে উখিয়া ও টেকনাফে প্রায় ৭৪০ একর বনভূমিতে, হাতির নিরাপদ আবাসস্থল, খাদ্য ও করিডোর উন্নয়নে কাজ চলছে। ফলে এসব এলাকার বনাঞ্চলে বিভিন্ন সময় বিচরণ দেখা গেছে ২০টির অধিক বাচ্চাসহ হাতিদের।
এনএনআর/
Leave a reply