গাজীপুরে নৌকাডুবিতে চিকিৎসক নিখোঁজ

|

ছবি: প্রতীকী

গাজীপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় নৌকা ভ্রমণে গিয়ে মঙ্গলবার রাতে নৌকাডুবিতে এক চিকিৎসক নিখোঁজ রয়েছে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজ আরা বেগম জানান, বিকেল চারটার দিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক ও স্টাফসহ ১৫/২০ জন নৌকা ভ্রমণে বের হন। এক পর্যায়ে নৌকা নিয়ে তারা পাশের শ্রীপুর উপজেলায় চলে যান। পরে সেখান থেকে খিরুনদী দিয়ে ফেরার পথে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই এলাকায় পৌঁছালে রাত ৮টার দিকে বিপরীতগামী একটি বালিভর্তি ট্রলার (ভলগেট)-এর সঙ্গে তাদের নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, নৌকা-ট্রলারের সংঘর্ষ হলে নৌকা থেকে যাত্রীরা নদীর পানিতে পড়ে যায়। পরে অনেকেই পানি থেকে সাঁতরে উঠে আসতে পারলেও প্রাথমিকভাবে পাওয়া তথ্যে চিকিৎসক ডা. অমিত কুমারের খোঁজ পাওয়া যাচ্ছে না।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, নিখোঁজ চিকিৎসকের খোঁজে শ্রীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত থেকে উদ্ধারের কাজ পরিচালনা করছে। পাশাপাশি থানা পুলিশসহ এলাকাবাসী উদ্ধার অভিযানে সহযোগিতা করছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply