করোনা: বিশ্বে একদিনে আরও প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি

|

ছবি: সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৯ হাজার ন’শ মানুষের প্রাণ গেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এদিন সারা বিশ্বে প্রায় সাড়ে ৬ লাখ মানুষের শরীরে মিললো ভাইরাসের উপস্থিতি।

মৃত্যুর দিক দিয়ে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। মঙ্গলবার, ১১’শ ৮০ জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে দেশটিতে। আর করোনা শনাক্ত হয়েছেন ২০ হাজারের বেশি। দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। এদিন ১১’শর বেশি মানুষ মারা গেছেন লাতিন দেশটিতে।

এদিকে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের করোনা সংক্রমণ আর মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৮শ ৭৩ জনের মৃত্যু হয়েছে মার্কিন মুলুকে। আর করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার। এছাড়াও এদিন রাশিয়া ৮’শ, ইরানে ৬’শ ২৫ ও ভারতে প্রায় সাড়ে চারশ মানুষের কেড়ে নিলো করোনা ভাইরাস। মঙ্গলবার, বিশ্বব্যাপী মোট শনাক্ত প্রায় সাড়ে ছয় লাখ।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply