ভোলার তেতুলিয়া নদী থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার ভোর সাড়ে ৪টায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলা কর্তৃক পরিচালিত অভিযানে আটক করা হয় তাদের।
বুধবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত ডাকাত মহসিন বাহিনীর আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে কুখ্যাত ডাকাত মহসিন বাহিনীর অন্যতম দুই সক্রিয় ডাকাত সদস্য মো. হাসান (৫৫) এবং মো. রাকিবকে (২৫) ৩টি দেশীয় পিস্তল, ৪টি রামদা, ৫টি দেশীয় দা, ১টি দেশীয় কুড়াল, ৬টি টর্চ লাইট, ১টি বাইনোকুলার, ৩টি মোবাইল, দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত মহসিনসহ দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পরবর্তীতে ডাকাত সদস্যদের অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য মালামালসহ দৌলতখান থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
ইউএইচ/
Leave a reply