Site icon Jamuna Television

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ফাইল ছবি।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

গত রাতে শেরেবাংলা নগর থানায় এই মামলা হয়। মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এতে বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হককেও আসামি করা হয়েছে।

গতকাল চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে আহত হয় দু’পক্ষের বেশ কয়েকজন।

ইউএইচ/

Exit mobile version