ড. জাফর ইকবালের শয্যাপাশে প্রধানমন্ত্রী

|

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ড. জাফর ইকবালের শারীরিক অবস্থার খোজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে ড. জাফর ইকবালকে দেখতে ঢাকা সেনানিবাসের সিএমএইচে যান প্রধানমন্ত্রী। তিনি জাফর ইকবালের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন। এসময় প্রধানমন্ত্রী হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এদেরকে সমূলে উৎপাটনের আশ্বাস দেন জাফর ইকবালকে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর চিকিৎসাসেবা চালিয়ে যেতে সব ধরণের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

জাফর ইকবাল সুস্থতার পথে জানিয়ে তার স্ত্রী ড. ইয়াসমীন হক জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই বাসায় যেতে পারবেন জাফর ইকবাল। প্রধানমন্ত্রী বলেছেন, সেখানেও যেনো পূর্ণ বিশ্রামে থাকেন জাফর ইকবাল।

গত শনিবার নিজ কর্মস্থল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ফয়জুর রহমান নামে এক যুবক ছুরি দিয়ে জাফর ইকবালের পেছন থেকে হামলা চালায়।

হামলার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় সিএমএইচে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply