Site icon Jamuna Television

হদিস মিললো আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির

আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ছবি: সংগৃহীত

কাবুল থেকে পালিয়ে প্রথমে তাজেকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিলেন আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি। সেখানে আশ্রয় না পেয়ে বিমান ঘুরিয়ে ওমান পৌঁছান তিনি। এরপর ঘানির সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে তিনি পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসি খবর প্রকাশ করেছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, মানবিক কারণে ঘানিকে সপরিবারে আশ্রয় দেওয়া হয়েছে।

এর আগে আফগানিস্তানে অবস্থিত রাশিয়ান দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছিলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় আশরাফ ঘানি চারটি গাড়ি ভর্তি নগদ অর্থ সাথে নিয়েছিলেন।

২০১৪ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট হওয়ার আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন আশরাফ ঘানি। তবে তার স্ত্রী এবং দুই সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই শেষ পর্যন্ত ঘানি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version