ই-অরেঞ্জের মালিক সোনিয়া ও তার স্বামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

|

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের লোগো।

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার (১৭ আগস্ট) দায়ের করা মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমানকে কারাগারে পাঠায় আদালত। এর আগে তারা আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ আগস্ট ই-অরেঞ্জের ‘প্রতারণার শিকার’ মো. তাহেরুল ইসলাম নামে এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে মাসুকুর রহমান, আমানউল্ল্যাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ, সোনিয়া মেহজাবিনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply