তালেবান বিরোধী বিক্ষোভ-সহিংসতায় উত্তপ্ত আফগানিস্তানের জালালাবাদ। বুধবারের প্রতিবাদ মিছিলে তালেবানের গুলিতে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৩ জন।
বুধবার তালেবানের ক্ষমতা দখলের বিরুদ্ধে শহরটির রাজপথে নামে স্থানীয় অনেক বাসিন্দা। জালালাবাদ স্কয়ারে আফগানিস্তানের পতাকা উত্তোলন করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ গুলি ছোড়া হয় মিছিলে। এসময় ছত্রভঙ্গ হয়ে ছোটাছুটি করে আন্দোলনকারীরা। পরে শহরে অস্ত্র নিয়ে টহল দিতে থাকে তালেবান সদস্যরা। সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিতে কাজ করতে দেখা যায় তাদের।
সহিংসতায় নিহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তালেবান ক্ষমতা দখলের পর এই প্রথম বড় ধরণের বিক্ষোভ কর্মসূচি হলো আফগানিস্তানে।
এর আগে মঙ্গলবার কাবুলের রাস্তায় বিক্ষোভ করেন কয়েকজন আফগান নারী।
এনএনআর/
Leave a reply