কাবুলে আটকা পড়া কোনো মার্কিনিকেই ফেলে আসা হবে না: বাইডেন

|

একজন মার্কিন নাগরিককেও কাবেলে ফেলে আসা হবেনা-বলে মন্তব্য জো বাইডেনের।

আটকা পড়া কোনো মার্কিনীকেই ফেলে আসা হবে না কাবুলে। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে ৩১ আগস্ট ডেডলাইনের পরও আফগানিস্তানে থাকতে পারে যুক্তরাষ্ট্রের সেনারা।

গতকাল বুধবার (১৮ আগস্ট) মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবারও সাফাই গেয়েছেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পক্ষে। বলেন, যখনই সেনা সরিয়ে নেয়া হতো অস্থিতিশীলতা এড়ানো যেতো না।

আফগানিস্তানে চলমান পরিস্থিতির জন্য আবারও আফগান বাহিনীর ওপর দায় চাপালেন প্রেসিডেন্ট বাইডেন। বলেন, কাবুল পতন সম্পর্কে পূর্বানুমান সম্ভব ছিল না। বাইডেন স্বীকার করেন, এত দ্রুত তালেবান দেশের ক্ষমতা দখল করতে পারে বলে ধারণা ছিল না মার্কিন প্রশাসনের।

উল্লেখ্য, আফগানিস্তানে চলমান অস্থিরতায় এখনও প্রায় ১৫ হাজার মার্কিন নাগরিক আটকা পড়ে আছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply