বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনী সদস্যদের গুলিতে আওয়ামী লীগ নেতাকর্মী গুলিবিদ্ধের ঘটনায় বিচার দাবিতে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় ও দূরপাল্লার সব রুটের লঞ্চ ও বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার পর বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা।
এর আগে বুধবার গভীর রাতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীদের অবরোধের কারণে জেলা থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করা হয়।
গতকাল বুধবার (১৮ আগস্ট) পোস্টার অপসারণকে কেন্দ্র করে পুলিশের সাথে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদেক আবদুল্লাহ, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ অন্তত ২০ জন আহত হন।
Leave a reply