এক বছরের সাজার ভয়ে পাঁচ বছর পলাতক, হলো না শেষ রক্ষা

|

বাগমারা থানা, রাজশাহী। ছবি: সংগৃহীত।

রাজশাহী ব্যুরো:

এক বছরের কারাদণ্ড থেকে রেহাই পেতে পাঁচ বছর ছিলেন পালিয়ে। তাতেও শেষ রক্ষা হলো না দুই যুবকের। বুধবার (১৮ আগস্ট) পুলিশের জালে ধরা পড়েছে তারা।

দণ্ডপ্রাপ্ত ওই দুই যুবক হলেন, রাজশাহীর বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের সুলতান আহম্মেদ (৩৩) ও তাহেরপুর গ্রামের সানাউল হক (৩০)।

পুলিশ জানিয়েছে, দুইটি প্রতারণা মামলায় সুলতান আহম্মেদের ছয় মাস করে এবং আরেকটি মামলায় এক বছরের সাজার আদেশ রয়েছে। তার বিরুদ্ধে আরেকটি মামলায় রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। অন্যদিকে, সানাউল হকের বিরুদ্ধে রয়েছে এক বছরের কারাদণ্ডের আদেশ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, সুলতান আহম্মেদ ও সানাউল হক দুইজনই মামলার সাজা খাটার ভয়ে ২০১৭ সাল থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। তারা খুবই র্ধূত টাইপের। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করতেন।

রাজশাহী জেলা পুলিশ প্রযুক্তির সহায়তায় বুধবার (১৮ আগস্ট) তাদের অবস্থান চিহ্নিত করে। পরে, ওইদিনই বাগমারা থানা পুলিশ ছদ্মবেশে ঢাকার মোহাম্মদপুরে গিয়ে তাদের গ্রেফতার করে রাজশাহী নিয়ে আসে। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply