যুক্তরাষ্ট্রে গণহারে দেয়া হবে বুস্টার ডোজ

|

যুক্তরাষ্ট্রে আগামী মাস থেকে গণহারে দেয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ কর্মসূচি। অন্তত ৮ মাস আগে দুই ডোজ পূর্ণ করেছেন এমন মার্কিনীদেরই বুস্টার ডোজ দেয়া হবে।

বুধবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় দেশটির স্বাস্থ্য বিভাগ। বিবৃতিতে বলা হয়, মডার্না ও ফাইজার বায়োএনটেকের টিকা গ্রহীতারা পাবেন অগ্রাধিকার। তবে জনসন অ্যান্ড জনসনের টিকাগ্রহীতাদেরও বুস্টার ডোজ প্রয়োজন হবে বলে দেশটির বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

এর আগেও জরুরি ব্যবহারের উদ্দেশ্যে বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিলো যুক্তরাষ্ট্র। তবে এবার ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতেই এ পদক্ষেপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply