একশ বছরে আফগানিস্তানের পতাকা বদলেছে ১৮ বার

|

আফগানিস্তানের চেনা পতাকার চেহারা আবার বদলে যাচ্ছে। এ নিয়ে গত ১০০ বছরে ১৮ বার বদলালো আফগানিস্তানের পতাকা। আফগানিস্তানের পরিচিত সেই কালো লাল আর সবুজের তেরঙ্গার বদলে তালেবান নিয়ে এসেছে তাদের পুরনো পতাকা। আবার তারা সাদা কাপড়ে কালিমা শাহাদাত আঁকা এই পতাকা কাবুলের মসনদে তুলেছে। আল জাজিরার একটি খবরে এমন তথ্য দেয়া হয়েছে।

এর আগে ১৯০১ থেকে ১৯১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের জাতীয় পতাকায় ছিল একটি মসজিদ। সাথে জোড়া তলোয়ার আর একটি ফুলের মালা ছিল। এরপর ১৯২১ সালে ব্রিটিশদের থেকে মুক্তি লাভ করার পর সামান্য পরিবর্তন আসে আফগানিস্তানের পতাকায়। এরপরে বেশ কয়েকবার পতাকা পরিবর্তনের পর ১৯৭৮ সালে আমূল পরিবর্তন আসে আফগান পতাকায়। তেরঙ্গা পতাকা বদলে যায় পুরো লাল রঙে। তারপর আরও কয়েকবার পতাকা বদলানোর পর ১৯৯২ সালে মুজাহিদিনরা কাবুল দখলে নিলে সবুজ, কালো এবং সাদা— এই তিনটি রঙে সাজে আফগানিস্তানের পতাকা। আর এরপর তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসলে সাদা কাপড়ে কালিমা শাহাদাত লেখা পতাকা ওঠে কাবুলের সরকারি দফতরগুলোতে। এরপর ২০০১, ২০০৪, ২০১৩ এবং ২০১৪ সালে আবার কয়েক দফা পতাকা বদলায় আফগানিস্তান।

এবার ২০ বছর পর আবার ক্ষমতায় এসে তালেবান মসনদে ওড়ালো আবার শাহাদাত অঙ্কিত কালো পতাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply