প্রবীণ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুকের মৃত্যু, নানা মহলে শোক

|

প্রবীণ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক। ছবি: সংগৃহীত।

প্রবীণ সাংবাদিক দৈনিক অর্থনীতির সম্পাদক, জাহিদুজ্জামান ফারুক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা আড়াইটার দিকে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। জাহিদুজ্জামান ফারুক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাহিদুজ্জামান ফারুক জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ এর সদস্য ছিলেন। সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply