পাকিস্তানের পাঞ্জাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবারের ঐ হামলায় গুরুতর আহত হয়েছে আরও ৫৯ জন।
স্থানীয় গণমাধ্যম বলছে, বাহাওয়াল-নগর শহরে ঘটানো হয় বিস্ফোরণ। দিনটি স্মরণে, শিয়া মুসলিমদের বিভিন্ন আয়োজনকে কেন্দ্র করে বরাবরই নিরাপত্তা জোরদার করে পাকিস্তান। তবুও, ঘটলো এ মর্মান্তিক হামলা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আহতরা রাস্তায় পড়ে সাহায্যের জন্য কাৎরাচ্ছেন। তবে, কী ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে- সেটা এখনও অস্পষ্ট। এখনো হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী। নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।
মহররম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা স্মরণ করে মুসলিম বিশ্ব। এদিন কারবালা প্রান্তরে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর দৌহিত্র ইমাম হুসেইন-রাযিয়াল্লাহু আনহু।
এনএনআর/
Leave a reply